Home

Adapted by UBR - Comprehensive Sexuality Education - Master Trainer Team

শিক্ষার্থীরা স্বাগতম!

এই অধ্যায় হলো কিছু বিষয়ের উপর প্রতিফলন যার মাধ্যমে স¤পূর্ণ কোর্সের একটা ধারণা পাওয়া যাবে। তুমি যখন পূর্বের অধ্যায়গুলো স্মরণ করবে তখন বুঝতে পারবে কোন বিষয়গুলো উৎসাহমূলক, স্বস্তিদায়ক, হতাশাজনক অথবা জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে, এই অধ্যায়গুলোর মাধ্যমে তুমি কি শিখেছ?

তারপর তুমি নিজেই পিয়ারদের জন্য পরামর্শের পকেট গাইড বই(ডায়েরী) তৈরি করতে পারবে। তুমি, তোমার বন্ধু এবং সমবয়সীদের সাথে এ ব্যাপারে কথা বলতে পারবে এবং তোমার নতুন চিন্তা ভাবনার বিনিময় করতে পারবে। তুমি আরো কিছু পরামর্শ পাবে যে কীভাবে একজন ভালো পিয়ার এডুকেটর হওয়া যায়।

আজকের কর্মসূচী

  • পূর্ব পাঠের পর্যালোচনা - (৫ মিনিট)
  • ওয়ার্মিং আপ: পিপলস পিপলস ক্ল্যাপ ক্ল্যাপ (৫মিনিট)
  • অধ্যায় ও বিষয়ের ওপর হাইলাইটস - (২০ মিনিট)
  • পরামর্শগুলো বাছাই কর এবং বইটি তৈরি কর - (২০ মিনিট)
  • পিয়ার এডুকেটর-এর গাইডলাইন তৈরি এবং আলোচনা - (৩৫ মিনিট)
  • উপসংহার এবং বাড়ির কাজ - (৫ মিনিট)

অধ্যায়সমূহ এবং বিষয়ের ওপর হাইলাইটস

কোর্সের হাইলাইটস

হাইলাইটস

তোমার কি ১ নং অধ্যায়ের কথা মনে আছে? এইতো কিছু সপ্তাহ আগের কথা কিন্তু মনে হচ্ছে অনেক আগের। প্রম দিন কেমন লেগেছিল সেটা কি তোমার মনে আছে, তুমি কি জেনেছিলে এবং কী ভেবেছিলে?

আশা করছি যে, এই অধ্যায়গুলোর মধ্যে প্রজনন শিক্ষা এবং কম্পিউটার দক্ষতায় তুমি অনেক ভালো অভিজ্ঞতা লাভ করেছো। আমরা ভাবছি যে তুমি অনেক কিছু শিখেছো এবং খুব ভালোভাবেই জীবনে কাজে লাগাতে পারবে। মজার বিষয় হলো, আমরা যখন নতুন কিছু শিখি তখন আমাদের অনেক উৎসাহ থাকে এবং সময় নিয়ে চিন্তা থাকে না। আমরা আশা করি, তুমি যা শিখেছো তা তোমার অন্য পিয়ার বন্ধুদের জানাবে বা আলোচনা করবে। তোমাকে যে তথ্যগুলো সহযোগিতা করেছে, সে তথ্যগুলো তুমি কি অন্যদের সাথে আলোচনা করতে চাও?

আমরা কী শিখেছি?

তোমরা যেসব তথ্য জেনেছো, সেগুলো যাতে অন্যদের কাছে বলা যায় সেজন্য আমরা পুরনো অধ্যায়গুলো আবার মনে করার চেষ্টা করবো। প্রত্যেক সেশনের পরে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? বিশেষত: যে বিষয়টি তাদের জন্য সহযোগিতামূলক হবে, সেটা লিখে রাখো। সব ব্যক্তিগত হাইলাইটস যোগ করে ডায়েরিটি তৈরি করতে হবে।

EKN
Top