Home

Adapted by UBR - Comprehensive Sexuality Education - Master Trainer Team

পদ্ধতি,গেইম এবং উপকরণসমূহ

গল্পের বোর্ড তৈরী করা

গল্পের বোর্ডের জন্য ছবি তৈরি করা:

আমাদেরকে মনে রাখতে হবে

  • গল্পের চার-পাঁচটা মুল বিষয় লক্ষ্য করতে ।
  • কে কোন চরিত্রে অভিনয় করবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে।
  • ছবিগুলো তোলার জন্য জায়গা নির্ধারণ করতে;
  • পেছনের দৃশ্য এবং আলোর কথা মাথায় রাখা।

আমাদের করণীয়

  • খুব বেশি অন্ধকার কোন জায়গা ব্যবহার করব না;
  • প্রত্যেক মূল বিষয়ের জন্য: চরিত্রটি কোথায় দাঁড়াবে, কীভাবে দাঁড়াবে এবং তার চেহারা ঠিক করব;
  • ভঙ্গি কেমন হবে, মূল বিষয়ে কীভাবে আলোচনা করব। সে ব্যাপারে চিন্তা করতে হবে;
  • মূল বিষয় ৫-এ কী হবে, দলগতভাবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এবং চিন্তা করব চরিত্রগুলো কী করব বা বলব এবং তার শিরোনাম কী হবে।
  • দলের প্রত্যেকে আলোচনা করবে, প্রত্যেকটি চরিত্রের জায়গায় তারা কি করবে বা বলবে।
  • মূল বিষয়গুলো কয়েকবার চর্চা করব, যাতে ক্যামেরা আসলে তৈরি থাকতে পারে।

ব্যবহারের জন্য গল্প:

গল্প ১: মানিক ও তার বন্ধুরা

মানিক আঠারো বছর বয়সের একজন যুবক। ক্লাস ফাইভে পড়ার সময় তার পিতার মৃত্যু হয় এবং তখন সে স্কুলে যাওয়া ছেড়ে দেয়। মানিক মনে করত, সে নিজের দেখাশোনা করার মতো বড় হয়েছে। সে জীবিকা অর্জনের জন্য মোড়ের চায়ের দোকানে কাজ করতে শুরু করে। তার সমবয়সীরা প্রায়ই দোকানের পেছনে আড্ডা দিত। যারা আড্ডা দিতো তাদের প্রায় সবারই বান্ধবী ছিলো এবং আলোচনার মূল বিষয়বস্তুই ছিলো কীভাবে তাদের খুশি করতে পারবে। মানিকেরও ইচ্ছে করতো সেই আড্ডায় যোগ দিতে; কিন্তু মানিকের কোনো বান্ধবী ছিল না, কারণ সে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পেতো। একদিন আড্ডায় হস্তমৈথুনের ব্যাপারে কথা হচ্ছিল। তারা বলছিল, কেউ যদি খুব বেশি হস্তমৈথুন করে, তবে তার স্মৃতিভ্রম হয় এবং শরীরের বিভিনড়ব জায়গায় লোম গজায়। মানিক আরও জানার জন্য তাদের আলোচনায় যোগ দিতে চেষ্টা করল।

গল্পের বোর্ড ১:

মানিক এবং তার বন্ধুরা আড্ডা দিচ্ছে।

মূল বিষয় ১

বন্ধু : এটা সত্যি, তুমি যদি খুব বেশি হস্তমৈথুন কর, তবে অদ্ভুত সব ব্যাপার ঘটে।

বন্ধু : হ্যাঁ, আমার পরিচিত একজনের সাথে এমনটি হয়েছে।.................. মূল বিষয় ২

বন্ধু : তুমি যদি অনেক যৌন মিলন কর তাহলে ঠিক আছে।

বন্ধু : আমার না... দু’টি বান্ধবী আছে।.................

মূল বিষয় ৩

বন্ধু : মানিক... তোমার বান্ধবী কয়টা?

মানিক : আমার ... একটাও না।.......................................

মূল বিষয় ৪

বন্ধু :কি কা- !! তোমর একটাও বান্ধবী নাই?

বন্ধু : চল মানিকের জন্য আমরা বান্ধবী খুঁজে দেই।................................

মূল বিষয় ৫

তোমরা তোমাদের দলের সাথে সিদ্ধান্ত নাও এর পর কী হবে।

নীচের গল্পের বোর্ড টেম্পলেট ১ ব্যবহার্য

গল্প ১; মানিক ও তার বন্ধুরা

গল্প ২ : ইমরান ও দিবা

ইমরান ও দিবার মধ্যে কয়েক মাস ধরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেছে। তারা যত বেশি একসাথে সময় কাটাচ্ছে ততবেশি একে অন্যের কাছাকাছি আসছে। ইমরান দিবার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। দিবা তা চায় না, কারণ সে এমনটি এখনও ভাবেনি, তাছাড়া সে ভয়ও পাচ্ছে। কিন্তু ইমরান তবুও অনেক অনেক ভালোবাসার কথা বলে, আর দিবাকে অনেক আবেগের সাথে রাজি করানোর চেষ্টা করে। সে বলে : আমরা যেহেতু একে অপরকে ভালোবাসি, সেহেতু আমাদের মাঝে কোন ধরনের রাখ-ঢাক বা দূরত্ব থাকা উচিত নয়। ঘনিষ্ঠতাই প্রকৃত ভালোবাসার প্রমাণ। দিবা ইমরানকে বোঝাতে চায়, সেও তাকে অনেক ভালোবাসে, কিন্তু ঘনিষ্ঠ হওয়ার আরও অনেক উপায় আছে।

গল্পের বোর্ড ২:

ইমরান ও দিবা একসাথে সিনেমা দেখতে যাচ্ছে।

মূল বিষয় ১

ইমরান : দিবা, আমার মনে হয় আমাদের আরও গভীর সম্পর্কে যাওয়া উচিত।

দিবা : আমি এখনও এমনটি ভাবিনি। আমার মনে হয় শারীরিক সম্পর্কের জন্য আমি এখনও প্রস্তুত নই। ..............................

মূল বিষয় ২

ইমরান: আমার একটা স্বপড়ব আছে, এখন আমার সত্যিকারের পুরুষ হবার সময়।

দিবা :!! (চিন্তা করছে) ...........................

মূল বিষয় ৩

ইমরান: এটাই একমাত্র উপায়; ভালোবাসার সম্পর্কে এটাই স্বাভাবিক।

দিবা : কিন্তু ...শারীরিক সম্পর্কের সাথে সত্যিকারের পুরুষ হবার কোনো সম্পর্ক নেই। .................................

মূল বিষয় ৪

ইমরান: ভাবছো কেন !! আমরা নিরাপদই থাকব।,

দিবা : কিন্তু ... আমি আসলেই তৈরি নই।................................

মূল বিষয় ৫

তোমরা তোমাদের দলের সাথে সিদ্ধান্ত নাও, এর পর কী হবে।

গল্প ৩: তারেক এবং বাণী

উদ্দেশ্য

  • শিক্ষার্থীরা স্পর্শকাতর বিষয়ে পারস্পরিক যোগাযোগ করতে শিখবে।

গল্পের এবং চরিত্রের সূচনা

বাণীর বয়স পনের এবং তারেকের বয়স আঠার। তাদের মধ্যে বছর দুয়েক ধরে ভালোবাসার সম্পর্ক। তারা প্রায়ই বাইরে দেখা সাক্ষাৎ করতো। দিনে দিনে তারা আরও ঘনিষ্ঠ হতে থাকে। একদিন বাণীকে তারেক তার এক বন্ধুর সাথে পার্কে ঘুরতে দেখে এ নিয়ে তারেক এবং বাণীর ঝগড়া হয়। তারেক তার অন্যন্য বন্ধুদের কাছেও শুনেছে, বাণীর সাথে আরও অনেকের সম্পর্ক আছে।

গল্পের বোর্ড ৩

বাণী এবং তারেক পার্কে হাঁটছে।

মূল বিষয় ১

তারেক: আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাস! (রেগে)

বাণী: তুমি কী বলতে চাচ্ছ? .................................

মূল বিষয় ২

তারেক: মেয়েরা শুধু বুঝে : উপহার, উপহার, উপহার।

বাণী: আমি কী করেছি? (কাঁদতে শুরু করল) .................................

মূল বিষয় ৩

তারেক: আমি ভাবতাম তোমার শুধু আমার সঙ্গেই সম্পর্ক রয়েছে।

বাণী: তুমি এসব কী বলছো! ..........................................

মূল বিষয় ৪

বাণী: তারেক, তুমি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। ................... .......................

মূল বিষয় ৫

তোমরা তোমাদের দলের সাথে সিদ্ধান্ত নাও, এর পর কী হবে।

শিক্ষার্থীদের দেওয়ার জন্য পরামর্শ

তারেক ও বাণী আলোচনা করছে, এমন ছয়টি ছবি আঁকো অথবা তোলো। তোমরা তোমাদের দলের সাথে সিদ্ধান্ত নাও, শেষের দু’টি মূল বিষয়ে কী হবে। ভাবো আর সিদ্ধান্ত নাও, তারা একে অন্যকে কী বলবে। শেষের দু’টি মূল বিষয়ের জন্য শিরোনামও চিন্তা কর। ছবিগুলোতে তারেক ও বাণী কী বলবে, তা স্পিচ বাবলে পূরণ কর ।

নীচের গল্পের বোর্ড টেম্পলেট ৩ ব্যবহার্য

গল্প ৩: বানী এবং তারেক

গল্প ৪: ইশরাতের চিঠি ও সাইদুল

গল্পের এবং চরিত্রের সূচনা

ইশরাত কিছুদিন যাবৎ সাইদুল নামে একটি ছেলের কাছ থেকে ফেসবুকে মেসেজ (Facebook message) পাচ্ছে। সে তাকে অল্প চিনে; শুধু জানে ছেলেটি দেখতে সুন্দর আর তার চেয়ে কয়েক বছরের বড়। সে মেসেজে ইশরাতের ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করে এবং ভালো ভালো কথা লিখে। ইশরাতের খুব ভালো লাগে এবং সে গর্ববোধ করে, এমন একটি সুদর্শন ছেলে তাকে পছন্দ করে! সে তার বান্ধবী সাইদার সাথে এ বিষয়ে আলোচনা করে। সাইদাও সাইদুলকে চেনে এবং বলে, তার কিন্তু অনেক বান্ধবী আছে। ইশরাতের তার সাথে দেখা করার খুব ইচ্ছা হয়। সে বুঝতে পারছে না কি করবে, সে ভাবছে...

গল্পের বোর্ড ৪

ইশরাত এবং সাইদুল দেখা করবে।

মূল বিষয় ১

সাইদুল: ইশরাত, তোমাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে।

ইশরাত: ধন্যবাদ। ........................................

মূল বিষয় ২

সাইদুল: আমাদের পরস্পরের সম্পর্কে জানা উচিত; তোমার কী আর কোন

ছেলে বন্ধু আছে?

ইশরাত: আমি আসলে পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি। ................... ..............

মূল বিষয় ৩

সাইদুল: আমরা কি একটু বসব?

ইশরাত: আমার হাটতেই ভালো লাগছে। ..........................................

মূল বিষয় ৪

সাইদুল: তোমার হাতটিতো খুব সুন্দর, (সাইদুল ইশরাতের হাত ধরতে যায়)

ইশরাত: আমাকে একটু সময় দিন। (চিন্তা করছে) ................................

মূল বিষয় ৫

ইশরাত কী উত্তর দেয়? সাইদুলের প্রতিμিয়া কী ছিল?

মূল বিষয় ৬

এরপর তারা কী করবে?

নীচের গল্পের বোর্ড টেম্পলেট ৪ ব্যবহার্য

গল্প ৪: ইশরাত এবং সাইদুল

মূল বক্তব্য:

  • বিভিন্ন ধরনের ভালোলাগা ও ভালোবাসার অনুভুতি, সম্পর্ক, আচরণ বৈচিত্র্য এবং এদের মধ্যকার পার্থক্য সম্বন্ধে জানা।
  • ভালোলাগা ও ভালোবাসার অনুভূতির ধরন ও প্রকাশের মাত্রা ভিনড়ব-ভিনড়ব হতে পারে কিন্তু সবাই শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টিতে দেখা।
  • সেক্সুয়ালিটি নিজের এবং অন্যের ইতিবাচক শক্তিগুলোকে দেখার বিষয়টাকে বেশি প্রাধান্য দেয় বলে আত্মবিশ্বাসের সাথে সঠিক সিদ্ধান্ত নিতে ও সচেতনতা দেখাতে উৎসাহিত করে।
  • নিজের এবং অন্যের মূল্যবোধগুলোকে সম্মানের সাথে দেখতে শেখায়।
EKN
Top